প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৩১২ জন আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান দাঁড়ালো সাতে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতেই ৭০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত। মারা গেছে ২ হাজার ৩৬২ জন।
এর পরে তামিলনাড়ুতেও আক্রান্ত ২৩ হাজার ৪৯৫, মৃত ১৮৪ জন। এই দুই রাজ্যের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিল্লিতে মোট করোনা আক্রান্ত ২০ হাজার ৮৩৪। মৃত ৫২৩ জন।
তবে আশার খবর দেশটিতে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩০৩ জন।
করোনা মোকাবিলায় দেশটিতে পঞ্চম দফায় লকডাউন বৃদ্ধি করলেও বিভিন্ন রাজ্যেই তা শিথিল করা হয়েছে। লক ডাউন শিথিলের পরেই দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডওমিটার, এনডিটিভি।