করোনায় মৃত্যুপুরী ব্রাজিলে একদিনে মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
ছবি : ইন্টারনেট

প্রাণঘাতী ভাইরাস করোনার হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড বারোশো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের ৩১ হাজার ছাড়িয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

সবশেষ চব্বিশ ঘণ্টায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে করোনায় রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ হাজার ৩০৯ জনে। দেশ হিসেবে মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।

universel cardiac hospital

চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ হাজার ৮৩২ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ২৩৭ জনে। এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

মঙ্গলবার ব্রাজিলে আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই সাও পাওলোর। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার। মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে করোনা ভাইরাসের প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ১৫ বা এর বেশি গুণ হতে পারে বলে অনেকের ধারণা।

এদিকে বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭১ জন। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪১২।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে