বর্ণবাদ রুখতে ১০০ মিলিয়ন ডলার দিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান

ক্রীড়া প্রতিবেদক

বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান
ফাইল ছবি

বহুদিন ধরেই কালোদের প্রতি অত্যাচার-নির্যাতন হয়ে আসছে। গত ২৫ মে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। তার মৃত্যুতে পুরো যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই আন্দোলনে ১০০ মিলিয়ন ডলার দিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান।

ফ্লয়েডের মৃত্যুর পর সম্প্রতি মাইকেল জর্ডান বলেন, আমি গভীরভাবে দুঃখিত, ব্যথায় ভারাক্রান্ত এবং একই সঙ্গে ক্ষুব্ধও। আমাদের বুঝতে হবে, কালোদের জীবনও গুরুত্বপূর্ণ- এটা আমাদের মানতে হবে। তাদের জীবনমান, নিরাপত্তার উন্নতি করতে হবে।

জর্ডান আরও বলেন, কালোদের প্রতি অত্যাচার-নির্যাতন যথেষ্ট হয়েছে, আর নয়। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার উন্নয়নে আমাদের সবার এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে