কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০২ জনে। সোমবার (৯ জুন) মধ্যরাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত এই ৩৮ জনই ভৈরব উপজেলার। গত তিন দিনে শুধু ভৈরবেই করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৫ জন। এ নিয়ে ভৈরবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে।
এদিকে জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪০ জন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন।
জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ৫ জুন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা ৯০ জন, হোসেনপুর ১৪ জন, করিমগঞ্জ ৪৫, তাড়াইল ৫৩, পাকুন্দিয়া ৩০ জন, কটিয়াদী ৩০ জন, কুলিয়ারচর ৩৫ জন, ভৈরব ৩০৫, নিকলী ১১, বাজিতপুর ৪৩, ইটনা ১৭, মিঠামইন ২৫ ও অষ্টগ্রামে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।