ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করা ভুল ছিল : দীপিকা

বিনোদন প্রতিবেদক

দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোন। ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি ভারতের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারের পাশে অসংখ্য নামী-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন তিনি। কিন্তু কয়েকটি ব্র্যান্ডের প্রচার করা বিজ্ঞাপন তার ভুল ছিল বলে সম্প্রতি মন্তব্য করেছেন নায়িকা। তা নিয়ে দুঃখপ্রকাশও করেছেন দীপিকা।

দীপিকার এক ঘনিষ্ঠমহলের দাবি, ‘শুধু দীপিকা ভুল স্বীকার করেছেন তা না, ওই ধরনের ব্র্যান্ডের হয়ে আর কোনোদিন প্রচার করবেন না বলে জানিয়েছেন।’ খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার দীপিকা মনে করেন, নিজের চামড়ার রং লুকনোর কোনো প্রয়োজনীয়তা নেই। তার উপলব্ধি, কোলার (ত্বক ফর্সার ক্রিম) প্রচারের অর্থ শরীর-স্বাস্থ্যকে আরও খারাপ হওয়ার দিতে ঠেলে দেওয়া।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এরপরই বিশ্বব্যাপী বর্ণবৈষম্যের বিষয়ে সোচ্চার হন সাধারণ মানুষ থেকে তারকারা। বলিউডের একাধিক তারকা এই বিষয়ে সোচ্চার হয়ে সমালোচনার মুখে পড়েন। কারণ তারা একসময় রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে