করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

ডা. উত্তম কুমার বড়ুয়া
ডা. উত্তম কুমার বড়ুয়া। ফাইল ছবি

রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালেরই একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাতে হাসপাতালটির উপ-পরিচালক কেএম মামুন মোর্শেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক জানান, ৫ জুন ডা. উত্তম কুমারের করোনা শনাক্ত হয়। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালের চিকিৎসকদের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগ পর্যন্ত তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দীর তিন নম্বর ওয়ার্ডটি চিকিৎসকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেবেন। পরিচালকও সেখানেই ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

করোনার বিরুদ্ধে সম্মুখসারিতে থেকে চিকিৎসা দেয়া প্রায় ৩০ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ১২শ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে