সুনির্দিষ্ট তালিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন: মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের হার বেশি এমন এলাকার সুনির্দিষ্ট তালিকা হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই এলাকার লকডাউন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র তাপস।

মেয়র বলেন, ‘সাধারণ মানুষকে সবচেয়ে কম কষ্ট দিয়ে আমরা এটি করতে চাই। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে আগামী দুই তিনের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে এলাকার তালিকা তারা দিতে পারবে। তারপর সবকিছু ব্যবস্থা করে লকডাউন নিশ্চিত করতে আমাদের ৪৮ ঘণ্টা সময় লাগবে। তারা যদি আগামীকালও আমাদেরকে কোনো এলাকার সুনির্দিষ্ট তালিকা দিতে পারে, তাহলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা লকডাউন নিশ্চিত করতে পারব।’

এ সময় মেয়র আরও বলেন, ‘আমাদেরকে যে লাল জোন চিহ্নিত করে দেয়া হবে আমরা সেখানে লকডাউন কার্যক্রম নিশ্চিত করার জন্য কাজ করব। লাল জোন নিয়ে আমরা সবাই একটু বেশি উদ্বিগ্ন। লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করাটাই আমাদের গুরুদায়িত্ব। কারণ এই জায়গাটায় (রেড জোনে) সংক্রমণ এমনভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যেটা আর আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। এজন্য কর্তৃপক্ষ আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাবেন যে এই রাস্তাটা বা এই মহল্লাটা বা এই এলাকাটা লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সেটিকে সেখানে লকডাউন কার্যক্রম নিশ্চিত করব।’

আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত নাগরিকদের কষ্ট সহ্য করার অনুরোধ জানিয়ে মেয়র তাপস বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত হয়ে অনেক প্রিয়জন আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। আমরা এইটুকু করতে পারি যে, আগামী ১৪ দিন থেকে ২১ দিন কষ্ট সহ্য করে হলেও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। নিজে নিরাপত্তা থাকি, সুস্থ থাকি এবং অন্যদের নিরাপদ রাখি, সুস্থ রাখি। এই কষ্টটা না করা ছাড়া এই মহামারি থেকে কিন্তু পরিত্রাণের উপায় নেই। সুতরাং আমরা সবাই এটি অনুধাবন করবো এবং নিজ নিজ দায়িত্বগুলো আমরা পালন করব।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে