কোপা ইতালিয়ায় আট বছর পরে আবারও জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নাপোলি। গোল শূন্য ব্যবধানে ম্যাচ শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জুভেন্টাসকে হারিয়েছে নাপোলি।
বুধবার (১৭ জুন) রাতে ইতালির রোমে ফাইনালে শুরুর দিকে কিছুটা ধুঁকতে থাকে নাপোলিরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে। অন্যদিকে প্রতি-আক্রমণে ভীতি ছড়ায় জুভেন্টাস।দারুণ সুযোগও পান রোনালদো।
ম্যাচের ৮ মিনিটে রোনালদোর শট রুখে দেন নাপোলি গোলকিপার অ্যালেক্স মেরেত। এরপর ২৪ মিনিটে আবারও গোলবঞ্চিত হন রোনালদো। অ্যালেক্স মেরেত সেটিও সেভ করেন। তবে এরপর খেলা নিয়ন্ত্রণে নিয়ে নেয় নাপোলি। ভাগ্য খারাপ না হলে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যেতে পারতো নাপোলি। কারণ, লরেন্সো ইনসিনিয়ের দারুণ ফ্রি-কিক পোস্টে বাধা আসে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য দেখায় নাপোলি। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের সাফল্য পায়নি। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটেও সার্ব ডিফেন্ডার নিকোলা মাকসিমোভিচের হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন বুফ্ফন। এরপর গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটে দিবালা ও দানিলোর ব্যর্থতায় প্রথমেই কোণঠাসা হয়ে পড়ে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন র্যামজি লক্ষ্যভেদ করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
অন্যদিকে, নাপোলির প্রথম চার শট নেওয়া সবাই গোলের দেখা পাওয়ায় জয় নিশ্চিত হয়ে যায়। কিক নেন ইনসিনিয়ে, পলিতানো, মাকসিমোভিচ ও মিলিক চারটি গোল করেন। ছয় বছরের মধ্যে প্রথম কোনো শিরোপা জিতল দলটি। ২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল তারা।