সড়কে চাঁদাবা‌জি বন্ধে কঠোর পুলিশ, গ্রেপ্তার ১০৯

মত ও পথ প্রতিবেদক

সড়কে চাঁদাবা‌জি
ফাইল ছবি

সড়ক-মহাসড়কে দাঁড়িয়ে যানবাহন থেকে বিভিন্ন সংগঠনের নামে চাঁদা উত্তোলন গোপন কিংবা নতুন কিছু নয়। আর সবই হয় প্রকাশ্যে। সড়কের এমন চাঁদাবাজির কারণে বিপাকে পড়তে হয় পরিবহন সংশ্লিষ্টদের।

করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুন সড়কে যানচলাচল শুরু হলে পুনরায় চাঁদাবাজি শুরু হয়। সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসব চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।

আইজিপির নির্দেশের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৯ জনকে গ্রেপ্তার করেছে। আর মামলা হয়েছে ৫১টি।

পুলিশ সদরদপ্তর জানায়, আইজিপির নির্দেশনার পর পুলিশের বিভিন্ন ইউনিট সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজি শূন্যের কোঠায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে