না ফেরার দেশে চলে গেলেন ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নূরুল ইসলাম চৌধুরী( ৬৬)।
তিনি শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ঢাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নূরুল ইসলাম চৌধুরী মৃত্যুকালে দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন চিনাইর গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। আজ শনিবার বাদ যোহর মরহুমের জানাজা নামাজ তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
নূরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা।
সংগঠনটির পক্ষে পাঠানো শোকবার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব (মহাপরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়) মোঃ খলিলুর রহমান প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।