না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নূরুল ইসলাম চৌধুরী( ৬৬)। তিনি শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ঢাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নূরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শোক বার্তায় মোকতাদির চৌধুরী এমপি বলেন, নূরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন সহৃদয়বান মানুষ। তিনি আমার বন্ধু ছিলেন। তিনি চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব (অনার্স) কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, নূরুল ইসলাম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।