ঢাকা ও সোহরাওয়ার্দীতেই ২ শতাধিক চিকিৎসকের করোনা

ডেস্ক রিপোর্ট

ঢাকা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে দেশের সর্ববৃহৎ ঢাকা মেডিকেলের ১০৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১০৩ জন চিকিৎসক। সেখানকার পরিচালকেরও করোনা পজিটিভ এসেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

মহামারি করোনায় এ পর্যন্ত দেশে সামনের সারিতে থাকা সব পেশার মানুষই আক্রান্ত হয়েছেন। অনেকে সুস্থ হয়েছেন। কেউ আবার ক্ষুদ্র ভাইরাসের সঙ্গে লড়াই করে হেরেও গেছেন। নানা চেষ্টাও কমছে করোনার প্রকোপ। তাই সংক্রমিত ব্যক্তিদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

সংগঠনটির দেয়া তথ্যমতে, এ পর্যন্ত করোনায় মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা ৪৫ জন। এদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন অনেকে। করোনার উপসর্গ নিয়েও অনেক বরেণ্য চিকিৎসক মারা গেছেন।

সোমবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত চিকিৎসকদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল ছাড়া মিটফোর্ডের ৫৬ জন, আজগর আলী হাসপাতালে ২১ জন, বিএসএমএমইউতে ছয়জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটের নয়জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১ জন, শিশু হাসপাতালের ছয়জন, জাতীয় ক্যানসার হাসপাতালের ১০ জন, নিউরো সার্জারি ইনস্টিটিউটের ১১ জন, এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের পাঁচজন, বারডেম হাসপাতালের সাতজন, ইউনিভার্সেল হাসপাতালের তিনজন, পঙ্গু হাসপাতালের নয়জন, কুর্মিটোলা হাসপাতালের ১৮ জন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন চিকিৎসক রয়েছেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল। মোট মৃতের সংখ্যা এক হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে