করোনা পরিস্থিতিতে সাধারণ ফ্লাইট বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পর্তুগালে গেলেন ২৩০ জন বাংলাদেশি। তবে তাদের সবার পর্তুগালের রেসিডেন্ট কার্ড রয়েছে।
বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে করে ফ্লাইটটি। তবে তার আগে ১৫ ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর অনুমতি মেলে ফ্লাইটটি পরিচালনার। পর্তুগালের লিসবনে রওনা হয় ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।