তিন দশক পর লিভারপুলের শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক

লিভারপুলের শিরোপা জয়

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয় করল লিভারপুল।

শিরোপা নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করে লিভারপুল। খবর বিবিসির।

universel cardiac hospital

এটি লিভারপুলের ১৯তম শিরোপা জয়। ১৯৮৯-৯০ মৌসুমের পর এবার শিরোপা ঘরে তুলতে পরলো।

করোনা পরিস্থিতিতে ভক্তদের মাঠে আসতে বারণ করেছিলেন মেয়র। কিন্তু শিরোপা জয়ের উল্লাসে শেষ পর্যন্ত আর ভক্তদের ঘরে আটকে রাখা যায়নি।

এর আগের দিন বুধবার ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়ে তিন দশক পর লিগ শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে ৪-০ গোলে জেতা লিভারপুল ৩১ ম্যাচে বুধবার ৮৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল। শিরোপা জয়ের জন্য তাদের আর মাত্র একটি ম্যাচেই জয়ের প্রয়েজন ছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে