সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে ভারতীয় কৃষকদের জন্য সেচের পানি বন্ধ করে দিয়েছে ভুটান। তবে এই দাবি নাকচ করে দিয়ে ভুটান জানিয়েছে তারা ভারতের আসামের কৃষকদের জন্য সেচের পানি বন্ধ করেনি।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বৃষ্টিপাতের কারণে ভারতের আসামের দিকে যাওয় সেচ চ্যানেলগুলোতে পানি প্রবাহে সমস্যার সৃষ্টি হয়েছে। করোনার কারণে ভারতের সীমান্তের কৃষকরা ভুটানে প্রবেশ করতে না পারায় এই সমস্যা বেড়েছে। যে চ্যানেলগুলোতে পানি প্রবাহে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো ভুটানের বাসিন্দারা মেরামত করছে।
ভুটান সরকার জানিয়েছে, এমন দাবি ইচ্ছাকৃত। এই দাবিতে আসাম ও ভুটানের মানুষের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আসাম ও ভুটানের বাসিন্দারের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা বজায় থাকবে।