সবাই করোনা ভাইরাস মহামারি আতঙ্কে। ঘরে বাইরে মানসিক চাপ বাড়ছে। ঘরের বাইরে গেলে সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা থাকে এই বুঝি ভাইরাস আক্রমণ করল! করোনা থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার সবই করছেন। কিন্তু তারপরও আপনার অজান্তেই এই ভাইরাস আপনার ঘরে প্রবেশ করতে পারে। সেটি বয়ে আনতে পারে আপনার পায়ে থাকা জুতা।
জুতার মাধ্যমে যাতে করোনা ঘরে প্রবেশ করতে না পারে তার জন্য করণীয়-
>> শুরুতে ঘরে পরা জুতা ও বাইরে পরা জুতা আলাদা করে রাখুন। বাইরে পরা জুতা ঘরে না ঢোকানোই ভালো। এতে সবচেয়ে বেশি নিরাপদ থাকা সম্ভব।
>> পা থেকে জুতা খালি হাতে খুলবেন না। পারলে গ্লাভস পরে পরে জুতার ফিতা বা জুতা খুলুন। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে জুতা খোলার পর সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন।
>> জুতার নিচের দিকে বেশি খেয়াল রাখুন। কারণ মাটির সংস্পর্শে আসার কারণে জুতার নিচে ভাইরাস লেগে থাকতে পারে। বাড়িতে ঢোকার আগেই জুতা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। অথবা সাবান পানিতে জুতার তলা ভিজিয়ে রাখুন। জুতা পরিষ্কার করা হয়ে গেলে নিজেও ভালোভাবে হাত পা ধুয়ে নিন।
>> জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে চাইলে জুতা ভালোভাবে শুকোতে দিন। ভেজা অবস্থায় জীবাণুনাশক স্প্রে দেবেন না।
বাইরে গেলে জুতা তো পরতেই হবে। কিন্তু জুতা যেন বাড়িতে করোনা ভাইরাস বয়ে না আনে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।