দেশের গ্রামীণ সড়ক ও রেলের উন্নয়নে ১৪২ মিলিয়ন ডলার দেবে এডিবি

ডেস্ক রিপোর্ট

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ফাইল ছবি

বাংলাদেশের গ্রামীণ সড়ক উন্নয়নে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং সড়ক নির্মাণ ও রেলের উন্নয়নে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত দুটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

এতে জানানো হয়, সড়ক নির্মাণ ও রেলের উন্নয়নে প্রকল্প সম্পন্ন হলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি বাইপাস নির্মাণ ও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রচারের জন্য রাস্তা সংযোগ স্থাপনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

সড়ক ও রেল উন্নয়নের বিষয়ে এডিবি বলছে, এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্ভাব্যতা যাচাই, বিস্তর নকশা, ঝুঁকি নিরূপণ, শ্রমিক, পরিবেশগত প্রভাব, জলবায়ুর ঝুঁকি ইত্যাদি মোকাবিলা সম্ভব হবে, যা প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতা করবে।

এছাড়াও, বন্দর, স্থলবন্দর এবং সীমান্ত পারাপার পয়েন্টগুলোর সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রগুলোতে এবং অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এবং অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালসহ সড়ক ও রেল যোগাযোগের ইন্টারমডেল ট্রান্সশিপমেন্ট সুবিধায় সহায়তা করবে।

গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়ে এডিবি বলছে, গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঋণ প্রদান করা হচ্ছে। দেশের ৩২টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন এ চুক্তির ফলে গ্রামীণ সড়ক এক হাজার ৭০০ কিলোমিটার থেকে দুই হাজার ৬৩০ কিলোমিটার উন্নীত করা সম্ভব হবে

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে