কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মার ডুবোচরে আটকে পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এর ফলে ওই নৌরুট দিয়ে মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে রয়েছে নৌরুটের দুই পাড়ে অপেক্ষায় থাকা কয়েক শ যানের হাজারো মানুষ।
মঙ্গলবার সন্ধ্যায় শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি আসার পথে ফেরিটি নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়। বেশ কিছুক্ষণ উদ্ধারের চেষ্টা করলেও ফেরিটি ডুবোচর থেকে মুক্ত হতে পারেনি। চ্যানেলমুখে আটকে থাকায় ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকালে কাঁঠালবাড়ি ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। ঘাট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ৩৫/৪০টি পরিবহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দিলে নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়। চ্যানেলে ফেরি আটকে যাওয়ায় চ্যানেল দিয়ে অন্যান্য ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধারকারী ২টি আইটি জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে। ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে ঢাকাগামী প্রায় তিন শতাধিক পরিবহন আটকে আছে। এর ফলে এসব যানে আটকে থাকা হাজারে মানুষ দুর্ভোগে পড়েছেন।
আটকেপড়া ফেরিটি উদ্ধারের জন্য দুটি আইটি জাহাজ কাজ করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া।