তিন মাসে আফ্রিকার পর্যটন শিল্পে ক্ষতি ৫৫০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার পর্যটন শিল্প
ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাস মহামারির কারণে আফ্রিকান দেশগুলো গত তিন মাসে পর্যটন খাতের অন্তত ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার হারিয়েছে। এ পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের অবকাঠামো ও জ্বালানি বিষয়ক কমিশনার আমানি আবু-জেইদ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমানি জানান, আফ্রিকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশই আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। কিন্তু, করোনা মহামারির কারণে এ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, অন্তত ২ কোটি ৪০ লাখ আফ্রিকান পরিবার রয়েছে, যাদের জীবিকা পুরোটাই ভ্রমণ ও পর্যটনের ওপর নির্ভরশীল। যেসময় এ খাতে উন্নয়ন আশা করা হচ্ছিল, তখনই বড় ধরনের ধস নামল।

আফ্রিকান ইউনিয়নের এ কর্মকর্তা বলেন, অর্থনৈতিক ক্ষতি ও বেকারত্বের এই আঘাত অনেক কঠিন। আফ্রিকান এয়ারলাইনসের প্রায় ৯৫ শতাংশ রাজস্ব কমে গেছে। সম্পদহানিসহ অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে এর পরিমাণ প্রায় ৮০০ কোটি ডলার।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে