ইরানে মাস্ক না পরলে নাগরিকরা রাষ্ট্রীয় সুবিধা পাবেন না

ইরান প্রতিনিধি

ইরানে মাস্ক না পরা নাগরিকরা রাষ্ট্রীয় সুবিধা পাবেন না
ছবি : ইন্টারনেট

ইরানের যেসব নাগরিক মাস্ক পরবেন না, তারা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। আর কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন রুহানি। খবর রয়টার্সের।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, অন্যদের সে ব্যাপারে অবগত করার ধর্মীয় দায়িত্ব রয়েছে তাদের। নিজের আক্রান্ত হওয়ার তথ্য গোপন রাখাটা অন্যদের মানবাধিকারের লঙ্ঘন।

universel cardiac hospital

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের ৫ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে রোববার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।

ইরানে রোববার পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪০৮ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে