জাপানে ভয়াবহ বন্যায় নিহত ১৫, উদ্ধারকাজে ১০ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে ভয়াবহ বন্যা

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৫ জনের প্রাণহানির ঘটেছে।

এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি ও এনএইচকের।

universel cardiac hospital

বন্যাকবলিত একটি নার্সিহোম থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ধসে যাওয়া আরেকটি ভবনের নিচে আটকেপড়া আরও দুজনকে উদ্ধার করা হয়।

ইতিমধ্যে ওই এলাকার দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কিউশুতে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সোমবার পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকবে।

জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে দেশের জনগণকে প্রকৃতিক এ দুর্যোগ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলেছেন।

বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কুমামতো ও কাগোশিমা প্রদেশের বাসিন্দারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে