বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান
ফাইল ছবি

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

universel cardiac hospital

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ছয়জন মারা যান। আহত হন তিনজন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গোলাগুলির খবর নিশ্চিত করেছেন।

মত ও পথকে ওসি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দুই গ্রুপের গোলাগুলির খবর শুনেছি। আমরা সেখানে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারবো প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছে। তবে কী কারণে গোলাগুলি হয়েছে সেসব সম্পর্কে এখনও আমরা কিছু বলতে পারছি না।

বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে