৮ বার জাতীয় পুরস্কারসহ এন্ড্রু কিশোরের যত অর্জন

বিনোদন প্রতিবেদক

এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর। ফাইল ছবি

জীবনের গল্প আর বাকি রইল না। সোমবার (৬ জুলাই) পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন এন্ড্রু কিশোর। বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী পুরো ক্যারিয়ারে বিখ্যাত সব গান উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। এন্ড্রু কিশোর মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাচসাস পুরস্কার পেয়েছেন ৫ বার। এছাড়াও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি। সবেচয়ে বড় অর্জন কোটি মানুষের ভালোবাসা।

পুরস্কার ও মনোনয়ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

universel cardiac hospital

১৯৮২ শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বড় ভালো লোক ছিল- বিজয়ী

১৯৮৭ সারেন্ডার- বিজয়ী।

১৯৮৯ ক্ষতিপূরণ- বিজয়ী।

১৯৯১ পদ্মা মেঘনা যমুনা- বিজয়ী।

১৯৯৬ কবুল-বিজয়ী

২০০০ আজ গায়ে হলুদ- বিজয়ী

২০০৭ সাজঘর- বিজয়ী

২০০৮ কি যাদু করিলা- বিজয়ী

বাচসাস পুরস্কার

১৯৮৪ প্রিন্সেস টিনা খান -সেরা পুরুষ কণ্ঠশিল্পী

১৯৮৭ স্বামী স্ত্রী- বিজয়ী

২০০১ প্রেমের তাজমহল- বিজয়ী

২০০৮ মনে প্রাণে আছ তুমি- বিজয়ী

২০১০ গোলাপী এখন বিলাতে- বিজয়ী

মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮ শ্রেষ্ঠ গায়ক বিজয়ী

১৯৯৯ ‘পদ্ম পাতার পানি’ বিজয়ী

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে