করোনা নিয়ে হাসি-তামাশার পর এবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। তিনি সোমবার জানিয়েছিলেন যে তার জ্বর এসেছে এবং গায়ে ব্যাথা শুরু হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে করোনাভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই। এটা সামান্য ধরনের ফ্লু, এই ছিল তার যুক্তি।

তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে, শুধু বলসোনারোই না তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

universel cardiac hospital

ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে।

করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র : বিবিসি বাংলা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে