করোনা: চার দিনে সুস্থ ১০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। গত চার দিনে ১০ হাজারের বেশিসংখ্যক আক্রান্ত সুস্থ হয়ে ওঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসসংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, শনাক্তের ১২৫তম দিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৬২ জন।

গতকালের চেয়ে আজ এক হাজার ৮৪৪ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন তিন হাজার ৭০৬ জন। এর আগের দুই দিন অর্থাৎ ৮ জুলাই দুই হাজার ৭৭৬ জন এবং ৭ জুলাই এক হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছিলেন। সবমিলিয়ে গত চার দিনে ১০ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ২৭৫ জন। গতকালের চেয়ে আজ চারজন কম মারা গেছেন। গতকাল ৪১ জন মারা গিয়েছেন।

করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যু হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪৮ দশমিক ১৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ৯৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪১১ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন তিন হাজার ৩৬০ জন।

তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট নয় লাখ ১৮ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৪৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে