ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫৪জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস-ব্রাহ্মণবাড়িয়া
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিন বাড়ছে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা। ১০ জুলাই এই ভাইরাসে নতুন করে আরও ৫৪জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছে ১৬জন। এখন পর্যন্ত এ জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৫ জনে।

১০ই জুলাই (শুক্রবার) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪টি নমুনা রিপোর্টে নতুন ১২জন ও ঢাকা পিসিআর ল্যাবের ২৪২টি নমুনা রিপোর্টে নতুন ৪২জনসহ জেলায় সর্বমোট ৫৪জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসছে বলে জানান সিভিল সার্জন।

১০ই জুলাই রাতে সরবরাহকৃত রিপোর্ট অনুসারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ০৫জন, আখাউড়া উপজেলায় ০৯জন, নাসিরনগর উপজেলায় ০৪জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪জন, নবীনগর উপজেলায় ১৬জন, সরাইল উপজেলায় ০২জন, আশুগঞ্জ উপজেলায় ০৯জন ও কসবা উপজেলায় ৫জন।

১০ই জুলাইয়ের রিপোর্ট শেষে জেলায় বর্তমানে আক্রান্ত সংখ্যা ১৪৭৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪৮৪জন, আখাউড়া উপজেলায় ১১১জন, বিজয়নগর উপজেলায় ৫১জন, নাসিরনগর উপজেলায় ৭৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০৮জন, নবীনগর উপজেলায় ২৪৬জন, সরাইল উপজেলায় ৯৮জন, আশুগঞ্জ উপজেলায় ৯৭জন ও কসবা উপজেলায় ২০৬জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৫২৫জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৪জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৮জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১৯১৩ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ এরমধ্যে ১১৩৬০ জনের করোনা টেস্টের রিপোর্টে জেলায় সর্বমোট ১৪৭৫ জন আক্রান্ত হয়েছে৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে