শিরোপার আশা জিইয়ে রাখল বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনা

শনিবার রাতে বার্সেলোনা বনাম ভায়োদলিদের খেলায় চোখ রেখেছিলেন রিয়াল সমর্থকরা। যদি একটু হোঁচট খায় বার্সেলোনা। তবেই শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যাবে রিয়াল মাদ্রিদ।

তবে শকুনের দোয়ায় গরু মরেনি। এমনটিই যেন হলো। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে কোনোমতে জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের জিইয়ে রেখেছে শিরোপা লড়াইয়ের রেসে।

করোনা বিরতির পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা আট ম্যাচ শিরোপার অনেক কাছাকাছি। অন্যদিকে তিন ম্যাচ ড্র করে অনেকটা ছিটকে পড়তে যাচ্ছিলেন কাতালানরা।

শীর্ষস্থান ধরে থাকা মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট পেছনে চলে গিয়েছিলেন তারা। তবে গত দুই ম্যাচে জয় ছিনিয়ে এনে এখন ১ পয়েন্ট দূরে রয়েছে বার্সা। যদিও এক ম্যাচ কম খেলেই শীর্ষস্থানটি ধরে রেখেছে জিনেদিনে জিদানের দল।

হার তো দূরের কথা ড্র করাই যাবে না- এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে শনিবার ভায়োদলিদের মাঠে খেলতে নেমেছিলেন মেসিরা।

তাই আক্রমণাত্মক বার্সাকে মাঠে দেখা যায়নি। ম্যাচের ১৫ মিনিটে লিওনেল মেসির এসিস্টে গোল করেন আর্তুরো ভিদাল। চলতি লিগে ভিদালের এটি অষ্টম গোল।

অন্যদিকে লিওনেল মেসির এসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ২০। একই মৌসুমে ২০ গোল ও ২০ এসিস্টের অনন্য অর্জনে পৌঁছেছেন তিনি।

এই এক গোল দিয়েই সন্তুষ্টি দেখা গেছে বার্সা শিবিরে। ম্যাচের বাকি সময়ে রক্ষণভাগ সামলাতেই মনোযোগ দিতে দেখা গেছে তাদের।

সেই রক্ষণভাগ আর গোলরক্ষক স্টেগানের বলিষ্ঠ ভূমিকায় গোলের দেখা পায়নি ভায়োদলিদ।

ফলে ভায়োদলিদের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ৩৬ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৮০ পয়েন্ট।

এখন বাকি তিন ম্যাচে রিয়াল যদি ৫ পয়েন্ট পায়, তা হলে বার্সা যতই চেষ্টা করুক শেষ হাসি জিদানের শিষ্যরাই হাসবেন।

তথ্যসূত্র : গোল ডট কম

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে