রেলওয়েতে যোগ হচ্ছে ১০ ব্রডগেজ রেল ইঞ্জিন

মত ও পথ প্রতিবেদক

রেলইঞ্জিন
ফাইল ছবি

চলতি জুলাই মাসের ২০ তারিখের পর বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)। ভারত থেকে এ ইঞ্জিনগুলো আনা হচ্ছে।

আজ সোমবার (১৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

universel cardiac hospital

বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন সংকট থাকায় ভারত থেকে ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ব্রডগেজ ইঞ্জিনগুলো আসার নির্দিষ্ট দিন বলতে পারছি না। তবে ২০ জুলাইয়ের পর যে কোনো দিন ইঞ্জিনগুলো ভারত থেকে দেশে আসবে। তারপর সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে