শাহজাহান সিরাজ : স্বাধীন বাংলাদেশের ‘ইশতেহার’ পাঠকারী

সম্পাদকীয়

শাহজাহান সিরাজ
ফাইল ছবি

মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাহজাহান সিরাজ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার (১৪ জুলাই) মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে শাহজাহান সিরাজের জন্ম।

তিনি গত শতকের ষাটের দশকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধের সময় ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক; মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন। একাত্তর সালে উত্তাল মার্চে ছাত্র সমাজের পক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ।

ছাত্রনেতা ছিলেন, একটি রাজনৈতিক দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, হয়েছিলেন সংসদ সদস্য-মন্ত্রী, নানা ঘটনায় বিতর্কিতও হয়েছেন; তবে সব কিছু ছাপিয়ে স্বাধীন বাংলাদেশের ‘ইশতেহার’ পাঠকারী হিসেবে ইতিহাসে থেকে যাবেন শাহজাহান সিরাজ।

আমরা শাহজাহান সিরাজের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের  প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে