সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‍্যাবের ‘হটলাইন’

নিজস্ব প্রতিবেদক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের প্রতারণার শেষ ছিল না। তাই শাহেদের সকল প্রতারণার হদিস খুঁজে বের করতে এবার বিশেষ সেবা চালু করেছে র‍্যাব। ভুক্তভোগীদের জন্য খোলা হয়েছে হটলাইন। আজ থেকে সাহেদের যেকোন কু-কর্মের তথ্য ফোনে, ক্ষুদে বার্তা অথবা ইমেইল-এর মাধ্যমে জানানো যাবে।

আজ শুক্রবার দুপুরে র‌্যাবের একাধিক সূত্র মত ও পথকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, সাহেদের বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ প্রতিনিয়ত আসছে। তার মাধ্যমে আরও যারা প্রতারিত হয়েছেন, তারা যাতে আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারে সেজন্য একটি হটলাইন নম্বর খোলা হয়েছে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও র‌্যাবকে তথ্য দেয়া যাবে।

র‌্যাবের ইনভেস্টিগেশন উইং, র‌্যাব সদরদপ্তর। মোবাইল- ০১৭৭৭-৭২০২১১। এছাড়া ইমেইল- rabhq.invest@gmail.com। প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে অথবা ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠালে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে প্রতারক শাহেদ সম্পর্কে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্রতারণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্রতারক জগতের ‘আইডল’। ’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে