করোনা পরীক্ষার অনুমোদন না থাকলেও করা হচ্ছিল টেস্ট। আবার পরীক্ষা না করেই দেয়া হচ্ছিল ফলাফল। এসব অনিয়মের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করার আদেশ দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, রোগী সরিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয়া হবে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
র্যাব কর্মকর্তা বলেন, হাসপাতালটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে তাদের করোনা টেস্টের সরকারি কোনো অনুমোদন ছিল না। তাও তারা করোনা টেস্ট করে ফলাফল দিচ্ছিল। এসব অভিযোগে হাসপাতালের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে র্যাব মামলা করবে।
তিনি জানান, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ওষুধ থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আশিক বিল্লাহ বলেন, ‘এরই মধ্যে রোগী স্থানান্তর শুরু হয়েছে। সেটি শেষ হলেই হাসপাতালটি সিলগালা করা হবে।’
এর আগে দুপুর থেকে রাজধানীর গুলশানের এই হাসপাতালে অভিযান শুরু করে র্যাব। চলে রাত পর্যন্ত।
প্রসঙ্গত, এর আগে করোনা টেস্ট জালিয়াতিতে ধরা পড়ে রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসাপাতাল লিমিটেড এবং জোবেদা খাতুন হেলথ কেয়ার (জেকেজি)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।