স্বাস্থ্যখাতের অরাজকতা ঠেকাতে টাস্কফোর্স হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসচিব আবদুল মান্নান
ফাইল ছবি

লাইসেন্সবিহীন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করাসহ করোনাকালে স্বাস্থ্যখাতের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ে বইছে সমালোচনার ঝড়। এমন পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম এ মান্নান জানিয়েছেন, স্বাস্থ্যখাতের এমন অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠন করা হবে টাস্কফোর্স।

সোমবার কোভিড-১৯ নিয়ন্ত্রণসংক্রান্ত পরামর্শ কমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এই কথা বলেন। সভায় প্রফেসর ডা. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

স্বাস্থ্য সচিব বলেন, ‘স্বাস্থ্য খাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে। স্বাস্থ্য খাতে যে ইমেজ সংকট হচ্ছে, এটা দূর করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন আবিষ্কৃত হলে বাংলাদেশ যেন আগে পায় সেই চেষ্টা করা হবে।

এম এ মান্নান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর একটি নিয়ম আছে, যেসব দেশের মানুষের মাথাপিছু আয় চার হাজার ডলারের নিচে, তারা ভ্যাকসিন ফ্রিতে পাবে। সেই হিসেবে আমরা ফ্রিতে পাবো। আমরা চেষ্টা করবো, বাংলাদেশ যেন আগে পায়।’

এম এ মান্নান বলেন, ‘গত এক মাসে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে একজন নতুন পরিচালক এসেছেন। তার ভূমিকার কারণে গত এক মাসে এ খাতে ১২৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তিনি স্বাস্থ্য খাতের গভীর সংকটের কথা স্বীকার করে বলেন, ‘এই সংকট দূর করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে