ড্রোন উড্ডয়নে ৪৫ দিন আগে অনুমতি নিতে হবে

মত ও পথ প্রতিবেদক

রাজধানীতে সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ

দেশের আকাশসীমায় ড্রোন, রিমোট কন্ট্রোল বিমান, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম কিংবা ঘুড়ি উড্ডয়ন করায় রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি বাড়ছে। ফলে এ ধরনের উড্ডয়নের ৪৫ দিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে দেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান, ঘুড়ি ইত্যাদি উড্ডয়ন করছেন। এর ফলে নিয়মিত উড্ডয়নকারী বিভিন্ন অনুমোদিত যাত্রীবাহী দেশি-বিদেশি বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতিসম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে