পাটকল শ্রমিকদের জন্য ৮১ কোটি টাকা বরাদ্দ

মত ও পথ প্রতিবেদক

পাটকল
পাটকল। ফাইল ছবি

বন্ধ ঘোষিত পাটকলগুলোর শ্রমিকদের জুনের ১ সপ্তাহের বকেয়া ও ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি এবং অপরিশোধিত নববর্ষ ভাতা পরিশোধের জন্য ৮০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে। এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেয়া হবে। ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অনুকূলে ৮০ কোটি ৭৯ লাখ টাকার বরাদ্দ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ বরাদ্দ দেওয়া টাকা শ্রমিকদের প্রাপ্যতার ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। উদ্বৃত্ত অর্থ (যদি থাকে) বন্ধ ঘোষিত মিলগুলোর শ্রমিকদের গ্র্যাচুইটি/পিএফ-এর সঙ্গে সমন্বয় করতে হবে। বরাদ্দকৃত অর্থ বর্ণিত খাত ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে