ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ
ছবি : ইন্টারনেট

ভারতে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার ৭২০ জন মহামারীতে সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ২৯ জন।

এনডিটিভির খবরে এমন তথ্য পাওয়া গেছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ।

universel cardiac hospital

এ পর্যন্ত সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন।

এদিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়ানোর সাত মাসের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল।

রয়টার্সের টালি অনুযায়ী, বুধবার বৈশ্বিক সংক্রমণ দুঃখজনক এই মাইলফলকটি পার করেছে।

এই সঙ্কট কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে অনেকগুলো দেশ দোলাচালে বিভক্ত হয়ে থাকলেও মহামারী ছড়িয়ে পড়ার গতি আরও তীব্র হয়েছে।

শনাক্ত ৩৯ লাখ ১০ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে।

কিন্তু আক্রান্তের সংখ্যা দুই আমেরিকা মহাদেশেই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বলে দেখাচ্ছে রয়টার্সের টালি। বৈশ্বিক সংক্রমণের অর্ধেকেরও বেশি এই দুই মহাদেশে এবং অর্ধেক মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে