টেকনাফে মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

বন্দুক যুদ্ধ
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক কারবারিদের দুই পক্ষে গোলাগুলিতে চার যুবক নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার খারাংখালী সাতঘরিয়া পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ইসমাইল, হোয়াইক্যং আমতলী এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন, খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে মো. নাছির এবং পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, উপজেলার হোয়াইক্যং খারাংখালীর সাতঘরিয়াপাড়া এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ছোঁড়ে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে