পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত ইংল্যান্ড দল

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে ইংল্যান্ড
ছবি : ইন্টারনেট

বৃষ্টিতে ভেসে গেছে একদিন পুরোটা। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি জিততে কোনো সমস্যা হয়নি ইংল্যান্ড ক্রিকেট দলের। বলা চলে, সাড়ে তিনদিনেই ম্যাচটি জিতেছে তারা। একইসঙ্গে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে স্বাগতিকরা।

দারুণ এই সিরিজের পর বিশ্রামের উপায় নেই। টেস্টের একদিন পরই আজ রঙিন পোশাকে খেলতে নামছে ইংল্যান্ডের ওয়ানডে দল। আর টেস্ট দল ফের মাঠে নামবে ৫ আগস্ট, পাকিস্তানের বিপক্ষে। সেখানেও থাকছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

অর্থাৎ ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে পাকিস্তানের বিপক্ষেও স্কোয়াডে আছেন ছয় পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, ক্রিস ওকস, জোফরা আর্চার এবং স্যাম কুরান। এদের সঙ্গে অলরাউন্ডার বেন স্টোকস তো আছেনই।

এদিকে দুর্দান্ত এক সিরিজ জয়ের পর বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। রোববার (২ আগস্ট) সবাই ফিরবেন দলের বায়ো সিকিউর বাবলে। তবে বাবলে প্রবেশ করানোর আগে প্রত্যেকের করোনাভাইরাস পরীক্ষা করানো হবে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে