করোনায় দেশে ৭০ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ৭২৪৯ স্বাস্থ্যকর্মী

মত ও পথ প্রতিবেদক

চিকিৎসক
ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাসে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হচ্ছেন।

আজ বুধবার পর্যন্ত সারাদেশে ৭ হাজার ২৪৯ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জন চিকিৎসকের।

universel cardiac hospital

সর্বশেষ মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী।

আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৯৮ জন চিকিৎসক, ১ হাজার ৮২১ জন নার্স এবং ২ হাজার ৯৩০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ পর্যন্ত ৭০ জন চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন। রাজধানীতে এ পর্যন্ত ৮০৩ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স এবং ৪৩৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে