ভয়াবহ বিস্ফোরণের পর সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লেবাননের রাজধানী বৈরুতে। এই বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দেশটির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার লেবাননের রাজধানী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়। তারা বলছে, সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা আর অবহেলার কারণেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়েছে, দোকান ভাঙচুর করেছে। এরই মধ্যে উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেড় শতাধিক মানুষ নিহত ও প্রায় পাঁচ হাজার আহত হয়েছেন। বিস্ফোরণের পর থেকেই ক্ষোভে ফুসছে মানুষ। সরকার বলছে, গুদামে মজুত ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে মারাত্মক ওই বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনার জের ধরে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৬ জনকে আইনের আওতায় নেওয়া হয়েছে।