করোনা : একদিনে ভারতে শনাক্ত ৬০ হাজারের বেশি, মৃত্যু ৮৩৪

কলকাতা প্রতিনিধি

ভারতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ
ছবি : ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৬৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হলেন ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জন।

এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৪৬ হাজার ৯১।

universel cardiac hospital

দেশটিতে এখনও পর্যন্ত মোট ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১১০ জন।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬ হাজার ৮৫৫ ও ১৯ হাজার ৭১০ জন। অর্থাৎ একদিনের সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত।

মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালিকে পেছনে ফেলে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম।

ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন ১৮ হাজার ৩০৬ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ১৫৯ জন ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৩৯ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে