জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক পাকিস্তানির সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি ছিলেন প্রথম বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি দেশের জন্য কোনো কাজ করেননি। খন্দকার মোস্তাক একা ছিল না, তার সাথে আরও অনেকেই জড়িত ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশে নতুন করে সাম্প্রদায়িক বিদ্বেষ এর পুনঃউত্থান হয়েছিল। সেটা এখনো অনেকাংশে বহাল আছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এই বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিল পাকিস্তানি শত্রুরা এবং বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। ১৯৭১ সালে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তিরাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।