সিরিজ বোমা হামলা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচি

মোহাম্মদ সজিবুল হুদা

সিরিজ বোমা হামলা দিবসে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সিরিজ বোমা হামলা দিবসে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

২০০৫ এর ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশের ৬৩ টি জেলার ৫ শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মজিবুর রহমান বাবুলসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে