বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মুম্বাই পুলিশ ও বিহার পুলিশের পারস্পরিক দোষারোপে ‘তদন্ত মেঘাচ্ছন্ন’ হচ্ছে- এমন মন্তব্য করে বুধবার এই রায় দেয় আদালত।
রায়ে আরও বলা হয়, ‘সত্য যখন সূর্যের আলোর ছোঁয়া পাবে, তখন যারা জীবিত তারাই যে শুধু ন্যায়বিচার পাবেন তা নয়। যিনি মারা গেছেন, তিনিও শান্তির ঘুম ঘুমাবেন।’
গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মৃতদেহ মেলে। এরপর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নামে মুম্বাই পুলিশ। কিন্তু ২৫ জুলাই পটনায় একটি এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। সেখানে তিনি সুশান্তের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী ও আরও ছয়জনের বিরুদ্ধে তার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেয়া ও টাকা তছরুপের অভিযোগ আনেন।
সেই এফআইআর মোতাবেক মুম্বাই গিয়ে তদন্ত শুরু করে বিহার পুলিশ। তখনই শুরু হয়ে যায় নীতীশ কুমার সরকার বনাম উদ্ধব ঠাকরে সরকারের চাপানউতোর। এর মধ্যেই রিয়া শীর্ষ আদালতে আর্জি জানান, মুম্বাই পুলিশ যেহেতু প্রথম থেকে তদন্ত করছে, তারাই শুধু তদন্ত চালিয়ে যাক এবং বিহার পুলিশের কাছে কে কে সিংয়ের করা এফআইআর স্থানান্তরিত করে মুম্বাই পুলিশের কাছে পাঠিয়ে দেয়া হোক। কয়েক দিন শুনানির পরে রিয়ার করা সেই আবেদনেরই রায় দিল শীর্ষ আদালত।
সিবিআই তদন্তের আবেদনে শিলমোহর দিয়ে বিচারপতি বলেন, ‘সুশান্ত সিং রাজপুত একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন। তার আরও অনেক কাজ করার ক্ষমতা ছিল। তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কাজ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’
ভারতীয় সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বিচারপতি জানান, এর পরেও যদি সুশান্তের মৃত্যু সংক্রান্ত কোনো মামলা দায়ের হয়, তাহলে সিবিআই সেটির তদন্ত করবে।
বিচারপতি তার রায়ে আরও বলেন, ‘মুম্বাই পুলিশ ও বিহার পুলিশ এতদিন ধরে পরস্পরকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে দোষারোপ করে চলেছে। এর ফলে সব পক্ষের তদন্তই মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং এই ধরনের পরিস্থিতিতে সত্যের মৃত্যু এবং ন্যায়বিচারের ক্ষতি হতে পারে। সুশান্তের পরিবার ও তার ভক্তরা এই তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। তাই এই মুহূর্তে একটি নিরপেক্ষ তদন্তের খুব প্রয়োজন।’
বিচারপতির মতে, ‘এই তদন্তের পরিণতি সুশান্তের বাবাকে শান্তি দেবে। তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছেন।’
সুশান্তের চর্চিত প্রেমিকা এবং বাবা কে কে সিংয়ের করা এফআইআরের প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী সম্পর্কে শীর্ষ আদালতের রায়, ‘রিয়া নিজেও সিবিআই তদন্ত চেয়েছিলেন। যারা এই মামলায় নানা অপপ্রচারের শিকার হয়েছেন, নিরপেক্ষ তদন্ত হলে তারাও ন্যায়বিচার পাবেন।’
এদিকে সুশান্তের পরিবার জানায়, ‘সিবিআই তদন্তের দায়িত্ব নেয়ায় আমরা আশা করছি, এই ঘৃণ্য অপরাধে যারা যুক্ত, তারা শাস্তি পাবে। ভারত যে এক সার্থক গণতান্ত্রিক দেশ, তা সুপ্রিম কোর্টের এই রায়ে আবার প্রমাণিত হলো।’
এই বিবৃতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও ধন্যবাদ জানিয়েছে সুশান্তের পরিবার। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতসহ বলিউডের অভিনেতারাও সিবিআই তদন্তের সুপারিশকে স্বাগত জানিয়েছেন।