তোমার বর্ষায়

সাখাওয়াত জাকি

সাখাওয়াত জাকি
সাখাওয়াত জাকি। ফাইল ছবি

এক দিন বৃষ্টির সকালে; ছাট মাখা বাতাসে দাঁড়ালে
তোমার আধ খোলা পাপড়িতে; বৃষ্টির যে ফোঁটা গড়িয়ে পড়ে
আমাকে খুঁজে খুঁজে পাবে তুমি – সে ফোঁটা পানিতে কিংবা চা এর কাপে।
ধোঁয়া মাখা প্রতিটা চুমুকে; লেগে থাকা গোলাপি ঠোঁটের ফাঁকে,
হয়তো ছোট ছোট চিনির দানায় – ভিজে যাওয়া রাত জাগা পাখির ডানায়,
আমাকে ই ফিরে ফিরে দেখবে তুমি ছোট বড় সব গুলি সুখের মাঝে ।

এক দিন বৃষ্টির দুপুরে; রিমঝিম তোমার নুপুরে
কাদা মাখা আলতা রাঙা পায়ে – ভিজে লেপ্টানো লাল শাড়ি গায়ে,
আমাকে খুঁজে নিতে পারো তুমি; সে ভেজা আঁচলে কিংবা কদম ফুলে।
সবুজে ঢাকা কচি পাতার ফাঁকে; হলুদ মাখানো দল সাদা পরাগে,
মুষল ধরে পড়া ঝুম বৃষ্টি – তোমার শরিল বেয়ে মাটিতে লুটায়
আমি ই ফিরে ফিরে আসবো জেনো; ছোট বড় সবটুকু ভালোলাগায়।

একদিন বৃষ্টির সন্ধ্যায়; ভেজা মাটির গন্ধ মাখা তোমার গাঁ’য়ে
উদাস দৃষ্টি ঐ দূর নিলিমায়; তোমার চোখ বেয়ে অশ্রু গড়ায়,
আমাকে ভেবে নিও সে বেলা তুমি – নিলিমার নীল রঙে কিংবা মেঘে।
বাতাসের স্রোতে ভাসা মেঘের ভেলায়; দেখে নিও প্রশ্নরা এখনো জাগে !
তোমার চিবুক বেয়ে অশ্রু গড়ায়; ফেলে আসা দিন গুলি পিছনে ডাকে
আমাকে ই ফিরে ফিরে পাবে তুমি, ছোট বড় সব গুলি দীর্ঘশ্বাসে।

একরাত বৃষ্টির ভেজা আঁধারে; জোনাকির আলো জ্বলা তোমার ঘরে
কবিতার বই খুলে খুঁজছো তুমি, চেয়ে দেখো চারদিকে তখনো আমি,
আমি,আমি শুধু আমি তোমাকে ঘিরে; কবিতার ছন্দে কি’বা আঁধারে।
স্বপ্নে আসবো আমি ঘুমের ঘোরে; আমাকেই খুঁজে পাবে হাত বাড়ালে,
তোমার বর্ষা জুড়ে থাকবো আমি, বৃষ্টি; কদমে না হয় চায়ের কাপে,
আমাকেই পাবে তুমি সত্তা জুড়ে – আসবো ফিরে ফিরে হাজার রুপে।।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে