ইউনিপের গ্রাহকদের পাওনা টাকা দিতে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক

ইউনিপে-হাইকোর্ট
ফাইল ছবি

কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা (অর্থ) কেন তাদেরকে ফেরত বা বুঝিয়ে দেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

তিন কোটি টাকার ওপরে পাবেন- এমন এক গ্রাহকের করা রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনিপে টু ইউর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেন রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জামান তুহিন।

আইনজীবী বলেন, বিচারিক আদালতের রায়ে মামলা-সংক্রান্ত বিভিন্ন হিসাবে অবরুদ্ধ আছে ৪২০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৬৬৩ টাকা। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি বলেন, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর নামে এবং আসামিদের পরিচালিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং সেই টাকা গ্রাহকদের বুঝিয়ে দিতে বলেছেন আদালত। আজ আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে