সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।
আজ বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এপিবিএন সদস্য। সন্ধ্যায় জবানবন্দি শেষ হওয়ার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এই মামলায় এপিবিএনের অপর দুই সদস্য হলেন, উপপরিদর্শক শাহজাহান ও কনস্টেবল রাজীব।
আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য সাতজন, এপিবিএন সদস্য তিনজন, বাকি তিনজন মামলার সাক্ষী।
গত ১৭ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাদের জন্য নেয়া হয়। পরদিন ১৮ আগস্ট এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে তাদের ১০ দিনের আবেদন জানালে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মোহাম্মদ রাশেদ। ৫ আগস্ট টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপসহ সাত আসামি। মামলার ১৩ আসামির সবাই কারাগারে রয়েছেন।