ভারতে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৭৫৭৬০ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ
ছবি : ইন্টারনেট

ভারতে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ হাজার ৭৬০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

এর ফলে ভারতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। খবর এনডিটিভির।

universel cardiac hospital

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন এক হাজার ২৩ জন। এশিয়ায় করোনায় সংক্রমণ এবং মৃত্যুতে সবার শীর্ষে থাকা ভারতে এই ভাইরাসে মোট প্রাণহানি ঘটেছে ৬০ হাজার ৬৫২ জনের।

দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। ফলে ভারতে করোনামুক্তির হার বেড়ে ৭৬.২৪ শতাংশে পৌঁছেছে।

ভারতে করোনায় সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭ লাখ ১৮ হাজার ৭১১ জন।

এরপরই আছে যথাক্রমে- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে