কল্পলোকের অভিযাত্রী

মোহাম্মদ সজিবুল হুদা

মোহাম্মদ সজিবুল হুদা
মোহাম্মদ সজিবুল হুদা। ফাইল ছবি

একটি মুক্ত ভূখণ্ড, যেথায় নিরন্তর
বহমান একগুচ্ছ শান্তি স্বর্গে আভাস,
রজনীগন্ধা আর শিউলি ফুলের-
মনমাতানো হৃদয়স্পর্শী গন্ধের আভা,
আজস্র শান্তিকামীর সারি সারি আবাসন;
যার চারপাশে একাগ্রচিত্তে খেলায় মগ্ন
সহস্র কোটি মহিরুহ, লতা-পাতা,
দোয়েল-কোয়েল, শালিক-কোকিলের
মুক্তকণ্ঠে নিরন্তর উচ্চারিত মিষ্টি ধ্বনি,
প্রকৃতির আপন ঐশ্বর্যে সাজান
অপরূপ লীলাভূমি।
যার জাদুর কাঠির স্পর্শে হাওয়ায় ভেসে যায় হিংসা-হানাহানি
লম্পট-বখাটে, দুর্বৃত্তদের নগ্ন বিচরণ,
পণের জন্য রিতার মতো কচি ফুটফুটে জীবনগুলোর
উদাত্ত প্রাণনাশের শঙ্কা,
ফুটপাতে পড়ে থাকা গন্তব্যহীন
ছিন্নমূলদের জন্য যেথায় স্থির থাকে,
মাথা গুঁজবার মতো নিরাপদ আশ্রম;
যার কণ্ঠে অবিরাম ভেসে ওঠে
মনুষ্যত্ব, মানবতা, মূল্যবোধের জয়ধ্বনি,
সেই কল্পলোকের অভিযাত্রী আজ আমি।

লেখকঃ সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে