করোনায় দেশে আরও ৩৩ মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৪

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ২৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ১৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন।

universel cardiac hospital

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৯ শতাংশ। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৪ জন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের ‍উহানে উৎপত্তি হওয়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর সংবাদ আসে ১৮ মার্চ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে