নারী ফুটবল লিগ নভেম্বরে!

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে
ফাইল ছবি

প্রায় সারা বছরই মেয়েদের আবাসিক ক্যাম্প হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। করোনার কারণে মার্চ থেকে নারী দলের ফুটবলাররা যার যার বাড়িতে। কোচ গোলাম রব্বানী ছোটন তার শিষ্যদের ফিট থাকার জন্য নির্দেশনা দিচ্ছেন। তবে বাফুফের মহিলা উইংয়ের পরিকল্পনা রয়েছে অক্টোবরে নারীদের ক্যাম্প শুরু করার।

নভেম্বরে অসমাপ্ত নারী ফুটবল লিগ হতে পারে। লিগ শুরুর আগে মাসখানেক ক্যাম্প করানোর পরিকল্পনা বাফুফের। ৩০-৩৫ জন ফুটবলার নিয়ে চলতে পারে ক্যাম্প। নভেম্বরে লিগ শুরু হলে তখন ফুটবলাররা ক্লাবে চলে যাবেন। ক্যাম্প শুরু হলেও এই বছর মেয়েদের আন্তর্জাতিক সূচিতে খেলা নেই। সাফের বয়সভিত্তিক ফুটবল হওয়ার সম্ভাবনা কম। তারপরও মেয়েদের নিবিড় অনুশীলনের স্বার্থে আবাসিক ক্যাম্প শুরু করতে চাইছে বাফুফে।

বাফুফে মহিলা ফুটবল উইংয়ের ভাষ্য, আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্প করার পরিকল্পনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে লিগ হবে। মেয়েরা অনেক দিন ক্যাম্পের বাইরে থাকায় তাদের অনুশীলন প্রয়োজন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে